উত্তরবঙ্গ ভ্রমণ ( পঞ্চম পর্ব ) / কাকলি ঘোষ / বাংলা ভ্রমণ কাহিনী / ভাষা সংখ্যা /
উত্তরবঙ্গ ভ্রমণ ( পঞ্চম পর্ব ) ✍ কাকলি ঘোষ ২৪ তারিখ সকালে ব্রেকফাস্ট করে ই বেরিয়ে পড়লাম আলিপুর দুয়ারের উদ্দেশ্যে। নিকটবর্তী রেলওয়ে স্টেশন নাগরাকাটা। প্রসাদজি শুধু পৌছে দিলেন তাই নয় নিজে দাড়িয়ে থেকে গাড়িতে মাল পত্র তুলে দিলেন। আর কখনো কি দেখা হবে এই সব মানুষ গুলোর সাথে! হায় ! এ জীবনে…