নানান শীর্ষ পদে! বসে থাকে মসনদে! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
“নানান শীর্ষ পদে! বসে থাকে মসনদে!” প্রেমাঙ্কুর মালাকার মুরগী-পালন, বিশাল ফারমে, তিনি খোদ সভাপতি – একটি লোকের, সঙ্গে তখন, কথায় ব্যস্ত অতি! এমন সময়, ফিল্ডের থেকে, আসলো জরুরী ফোন! সভাপতি আর ফোন তুলছেনা, বেজে যায় রিংটোন! হেলতে দুলতে, ধরলেন ফোন, তারপর সভাপতি- ইনকুবেটারে,ডিমে তা’দেবার, সময় জরুরী অতি! সভাপতি বলে,ইনকুবেটার, ফাইল দেখছি ঘেঁটে – ও.কে.স্যার বলে,ওপার…