ইলিশ-পান্তা / অমিতাভ মল্লিক অমি / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা / সত্যজিৎ রায় সংখ্যা /
ইলিশ-পান্তা ✍ অমিতাভ মল্লিক অমি নববর্ষে গিন্নী ধরে ইলিশ পান্তা বায়না, আমি বলি- “দাম শুনে ইলিশে মন যায়না। হাজার টাকা কেমনে কিনি- এবারে ও থাক, শাক সুক্তো বড়াতে হোক- এবারের বৈশাখ।” রেগেমেগে গিন্নী বলে- “হারকিপটে মিনসে, তোর সাথে জড়িয়ে মোর জীবনটাই পানসে।” কিবা করা- ইলিশ কিনি সাতশ টাকা ধারে, পঁচা ইলিশ বলে…