অতলের আহ্বান / নবু / বাংলা ছোট গল্প /
*অতলের আহ্বান* নবু’র – কলমে কলকাতার অলি-গলি আজ শূন্যপ্রায়। এক ভয়ানক রোগ বিশ্বজুড়ে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে। ডাক্তার সমরেশ সেন তাঁর ক্লান্ত চোখের পাতায় অন্ধকার নেমে আসলেও, সেবার প্রতিশ্রুতি নিয়ে পথ হাঁটছেন। সারা ভারতবর্ষের ডাক্তাররা একজোট হয়ে আন্দোলনে সামিল হয়েছেন—আন্দোলন শুধু নিজেদের অধিকারের জন্য নয়, মানবতার জন্য। সমরেশের জীবনের সমস্ত ক্ষুদ্র স্বপ্ন গড়ে উঠেছিল তাঁর…