আপন পর -০২ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
আপন পর -০২ মৃনাল কান্তি বাগচী ভাবিনি কখনো তোমার থেকে, পাবো এমন ব্যবহার, তোমার মঙ্গল চেয়ে হতে চেয়েছিলাম আপন তোমার। আপন হতে চাইলেই কেহ হয়না আপন, এ ধরা বড়ই বিচিত্র সব ইচ্ছে হয়না কখনো পূরণ। মানুষ যখন অন্ধ নেশায় হয়ে যায় দিশাহীন, ভালো মন্দের জ্ঞাণ হারিয়ে জীবনকে করে সঙ্গীন। তোমার আচরনে তাই হয়না…