সেই ক্ষণ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“সেই ক্ষণ” রণজিৎ মন্ডল আজও আছি তাই লিখিয়া যাই, যদি না সময় ফিরিয়া পাই, মিনতি সবারে রাখিতে চাই, ভালোবাসা আজ ভিখারি হয়ে কাঁদিছে নীরবে পায় না ঠাই। মনের মাধুরী হারিয়ে মনেতে, অশ্রু হইয়া ঝরিছে তাই। বজ্রসম জীবন যখন গরজে ঘন মেঘেতে ভাই, কেবলই ছুটিছ আপন তেজে ভালো বাসিবার সময় নাই। ফিরিবে যখন ঘরেতে…