স্বপ্ন কাঁদে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
স্বপ্ন কাঁদে রণজিৎ মন্ডল স্বপ্ন তুমি কাঁদিছো কেন? বসিয়া মোর শিয়রে, রাত্রি কাটিছে তোমাকে লইয়া আধো ঘুমের ঘোরে! পারো না দিতে কিছুই তুমি স্বপ্ন দেখাই সার, কত সুখে কাটে তোমাকে লইয়া দূঃখ থাকে না আর, ঘুম ভাঙলেই ভাঙা চোরা সব মন যমুনার ধার। বৃথা যাই ছুটে পা টিপে টিপে কালার বাশির সুরে, প্রাণটাই বুঝি…