চির বিদায়ের পথে / কিশোর বিশ্বাস / বাংলা অনুগল্প /
চির বিদায়ের পথে কিশোর বিশ্বাস এ ঘটনা বহু বছর পূর্বের যখন বিবাহ এমন আইন দ্বারা বদ্ধ হয়নি ,তখন রাজেশ নামক একটা ছেলে ছিল ছোটবেলায় যার মা বাপ মারা যায় ।তারপর অনেক লড়াই করে অনেক কষ্ট করে সে একখানা ছোট্ট বাড়ি সাথে একখানা মুদি দোকান করে । এলাকায় সৎ ছেলে হিসাবে তাঁর সুনাম…