দুঃখিনী মা এবং অবুঝ মন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
দুঃখিনী মা মৃনাল কান্তি বাগচী দশ মাস দশ দিন ধরে যাকে রেখেছিলো জননী জঠরে, সেই সন্তানই তাকে ঘর থেকে দিলো বের করে। নীরব অশ্রু জলে বক্ষ ভাসাইয়া, জননী ধীর পায়ে চলে হাঁটিয়া। কোথাও তার থাকার ঠাঁই নাই, অজানা উদ্দেশ্যে তার এই যাত্রা তাই। যে ছিলো তার নারী ছেঁড়া ধন, তার থেকে পাবে এই…