অন্তরালে / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / শারদীয়া সংখ্যা /
অন্তরালে কাকলি ঘোষ অপেক্ষা করে করে শেষে সাতটার সময় চায়ের জল চাপিয়ে দিল সুমিতা। যদিও রবিবার। অফিসের তাড়া নেই। হ’লে কী হয়? বিছানায় চোখ বুজে বুজেই চা- চা শুরু করবে শোভন। বাসি মুখেই দুবার। অন্য দিন রতনের মা সাড়ে ছটা বাজার আগেই এসে পড়ে। আজ কি হল কে জানে ! দুম…