ভালবাসা / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
ভালবাসা মণিকা বড়ুয়া এই ভালবাসাটুকু সন্তানের মতন জড়িয়ে ধরে আজীবন সন্ধ্যাকাল ছেয়ে গেলেও গান থামে না আগুন ঝরালেও সুর কমে না তুফানে সব উড়ে গেলেও তান থামে না না আমি, না তুমি সবার সিঁড়িতে জল ভালবাসার জমিতে বয়স না লাগা ফল হে প্রণম্য সময়, ভালো রেখো লাল চোলি লাল সিঁথি ভালবাসা ঘর। –~০০০XX০০০~–