শুভ বিজয়া / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
শুভ বিজয়া অনিমেষ চ্যাটার্জি সপ্তমী যায়, অষ্টমী যায়, নবমী দোহাই তোমার, পায়ে পড়ি নিশী ওগো, পোহায়ো না আর। বারণ না শুনে কারো, নিশী যে পোহাইলো, ডম্বরু বাজায়ে উমানাথ, গৌরী নিতে আইলো। চোখ ছলছল উমা চায়, মেনকা কহেন কানে, আবার আসিস মা গো, ভালোবাসার টানে। বিসর্জনের বাদ্যি বাজে, দোলা সাজে দ্বারে, বরণ শেষে বিদায় কৈন্যা,…