বাদলা দিনের কাব্য / কাকলি ঘোষ / বাংলা কবিতা /
বাদলা দিনের কাব্য কাকলি ঘোষ টাপুর টুপুর বাজায় নুপুর শিশিরে জল ছাপ বৃষ্টি ভেজা মেঘলা আকাশ মানেই মন খারাপ। চিকন চিকন ভোরের আলো দু চোখ ঘুম ঘুম পুব আকাশের কপাল জুড়ে একটুকু কুমকুম নরম নরম কলার পাতায় মুক্তো ফলের দানা লাজুক লাজুক কলমি শালুক ভেজা ফিঙের ডানা। মিঠে মিঠে ভোরের বাতাস আলতো ছুঁয়ে যায়…