অসফল জন্ম / সোমনাথ প্রামানিক / বাংলা কবিতা /
অসফল জন্ম সোমনাথ প্রামানিক অভাগা জন্ম আমার জন্মেছি মানব রুপে, ভাগ্যের ফেরে পড়িয়াছি আজ অন্ধ কূপে । শুনেছি মানব জন্ম অনন্ত জন্ম পরে পায়, হেলায় সময় হারিয়ে আজ নিঃস্ব এ ধরায় । কে আপন কে পর না বুঝে হয়েছি বর্বর, কোন জন্মে হবে মুক্তি আত্মা যে অবিনশ্বর । মুক্তির পথ ছাড়ি কাঞ্চন কামিনী তে মত্ত,…