ওগো রবীন্দ্রনাথ / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা / রবি পক্ষ /
ওগো রবীন্দ্রনাথ ✍ অনিমেষ চ্যাটার্জি দুয়ারে দাঁড়ায়ে নূতন প্রভাত আসিছে নূতন দিন, উঠিছে বাজিয়া প্রাণের পরে বিশ্বকবির বীণ। সেই সুরে জাগে হে নূতন দেখা দিক বার বার, জন্মের শুভ ক্ষণ ঘোষিছে ২৫শে বৈশাখ আবার। রবির আলো প্রকাশিত হোক সকল আঁধার ভেদি, দুঃসহ যত জীবন ব্যথার হাহাকার রব ছেদি। নূতন রূপে বিশ্ব কবিরে বরিণু…