মন বনে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
” মন বনে “ রণজিৎ মন্ডল আনন্দঘন মনবনে ঘুরেছিনু যেদিন আপন মনে, খেলার ছলে লোভেছিনু কত ফুল ফল মৃদু মন্দ সমীরণে। মাতৃসম স্নেহ মম হৃদয়ে হেরেছিনু চকিত শোভিত নয়নে। এহেন আকাশে, এহেন বাতাসে,কহিনু ফুলের জন্ম লগনে, এই মধূবনে, কেন দিলে মনে, কত সহিনু রূপ, রস, রং জীবনে। হেরেছি যে রূপে মমতার দ্বীপে ভ্রমিনু সরল, গরল…