ভালোবাসা আছে তাই / ডঃ মদন চন্দ্র করণ ( বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
ভালোবাসা আছে তাই মদন চন্দ্র করন (বিদ্যালঙ্কার) ভালোবাসা আছে তাই সূর্য উঠে . . এক রাশি সোনালী আলোর ঝর্না পৃথিবী ভরে যায় প্রাণের আনন্দে ভালোবাসা আছে তাই চাঁদ ওঠে নীল আসমান চূড়োয় ভালোবাসায় জোছনা প্লাবনের দ্বারা পৃথিবীর সকল অন্ধার আলোকিত হয় ভালোবাসা আছে তাই বনে বনে ফুল ফুটে ফুলের সৌরভ প্রজাপতি রঙিন ডানায় আসে মধু…