রূপকথা / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
রূপকথা কাকলি ঘোষ ” সেই তুই যাবি? কোন কথা শুনবি না ?” অসহায় চোখে ছেলের দিকে তাকায় মালতী। ” গিয়ে দেখিই না। যদি কিছু ব্যবস্থা হয়____!” ব্যাগে নিজের জিনিস গুলো ভরতে ভরতে চোখ না তুলেই উত্তর দেয় নিখিল। ” কি ব্যবস্থা হবে শুনি ? কে আসবে তোর জন্য ? কত জনকেই তো ধরলি—-…