শস্যভার / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস /
শস্যভার মণিকা বড়ুয়া রিক্ত দু’হাত মেলেছে কার পদতলে? আগুনে আগুনে ছেয়ে গেছে প্রহর তবু তার শিলাতল ভেজা কার আশায়? মেঘের আঁচল পাতা তার বুকের নুড়ি পাথর সে লাবণ্যে মেঘের আঁচলে সেই কবেকার জমানো সন্ধ্যা— অঞ্জলি ভরা জল আর ভালবাসার ঘটে অফুরন্ত শস্য ভার। —————–