বাংলা ভাষা আমার / ড. মদনচন্দ্র করণ / বাংলা কবিতা / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
বাংলা ভাষা আমার ড. মদনচন্দ্র করণ অধ্যাপক বাংলা আমার শৈশবের আলো, মায়ের কণ্ঠে স্নিগ্ধ শুভ্র মালো। কচি অধরে যে ভাষা ফুটে, শিশির ভেজা বকুলের মতো ঝরে। এই ভাষাতে কোকিল গায়, বসন্তের হাওয়া সুর বয়ে আনে, দোয়েলের কণ্ঠ ছুঁয়ে যে সুর, ভোরের রোদে কুয়াশা টানে।…