বলো ভালোবাসি / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা কবিতা /
বলো ভালোবাসি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় একবার ভালোবেসে দেখো তোমার উঠান ভরে যাবে অনন্ত ঐশ্বর্যে শুধুই একবার বলো ভালোবাসি। যদি সত্যিই ভালোবাসো ঘরের বাইরে ওই কদমের মগডালে গান গেয়ে যাবে শ্যামমন পাখি। আকাশটা তখন আরও নীল হবে তার ছায়া পড়বে তোমার অসীম হৃদয়ে। কোথা থেকে শুনতে পাবে বউ কথা কও বউ কথা কও। ভালোবাসো। ভালোবাসাটা খুব জরুরী।…