পথে পাওয়া পথ / শিব প্রসাদ হালদার / বাংলা ছোট গল্প /
***”পথে পাওয়া পথ”*** ✍️শিব প্রসাদ হালদার রাত প্রায় এগারোটা ত্রিশ। পথে নেই পথচারী। যশোর রোড ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছে লোকটি। ময় হাঁটতে বড্ড কষ্ট হচ্ছে। মদের নেশায় পা দুটো আঁকাবাঁকা হয়ে চলছে। আড়চোখে চশমার ফাঁক দিয়ে ঘন ঘন পিছন ফিরে তাকিয়ে চলেছে। ভাবছে যদি কিনা একটা রিক্সা পাওয়া যায়।সেন্ট্রাল জেলের মোড় পেরিয়ে আর,বি,সি…