পুণ্যসলিলা গঙ্গা / ড. মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
পুণ্যসলিলা গঙ্গা ড. মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার) আদিম কল্পনার স্বর্গলোক হতে বিজ্ঞান খুঁজে পায় হে দেবী! তুমি আদিতে ছিলে বরফের স্বপ্ন, হিমালয়ের বুকে এক শ্বেতশুভ্র ধারা, শিবের জটায় বন্দি এক অতল রহস্য, তারপর ধীরে ধীরে নেমে এলে— জননী হয়ে, আশীর্বাদ হয়ে, হলাহল পেরিয়ে জীবন দানে উন্মুখ। তোমার তীরে জেগে উঠেছে সভ্যতা, তোমার কোলে জন্ম নিয়েছে ইতিহাস,…