বারুদে বিষায় পরিবেশ সরাসরি! অস্ত্র ব্যাপারী গুণছে লাভের কড়ি! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
বারুদে বিষায় পরিবেশ সরাসরি! অস্ত্র ব্যাপারী গুণছে লাভের কড়ি! প্রেমাঙ্কুর মালাকার সুদান হচ্ছে, সুবৃহৎ দেশ, আফ্রিকা মহাদেশে- গৃহযুদ্ধের, কঠিন লড়াই, চলছে সর্বনেশে! তেল সম্পদ, শোষিত হচ্ছে, নিরানব্বই থেকে; তেল লুন্ঠনে, হাজির কতোনা, কোম্পানি একে একে! ছাপ্পান্নতে, স্বাধীনতা মেলে, গৃহযুদ্ধের রেশ- ধিকি ধিকি নয়, সেকী দাউ দাউ, যুদ্ধে জ্বলছে দেশ! দেশে পশ্চিমে,দরিদ্রতম, “দারফুর” অঞ্চলে; সরকারি সেনা,…