শীতের সুপ্রভাত / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা /
শীতের সুপ্রভাত শ্রী নীলকান্ত মনি কই, কিচ্ছুই হয় নি তো! আচম্বিতে এ প্রশ্ন টা উঠলো কেন যে ভেবে তা দেখতে হবে! জানো বড় জাড়! পড়েছে ক’দিন হলো! এসেছে তো শীত কাল জোর তো হবেই তার! আমি বুড়ো আমাকে কি তাই বলে সে কি কোন ছলে একটুও দেবে ছাড়!? দেয় নি যে দেখতে তো পাচ্ছো ই…