জঠরে ক্ষুধার জ্বালা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
জঠরে ক্ষুধার জ্বালা প্রেমাঙ্কুর মালাকার সাধের সবুজ, ওড়না হারায়, ঝিলিক আজকে বাসে- কেউ তুলে আনে, ধূলি মাখামাখি, পড়ে ছিলো একপাশে! জলকাঁচা করে, দু’হাতে নিংড়ে, ওড়না দিলাম মেলে; রোদভরা ব্রিজে, শুকায় সূর্য, কড়া রোদ্দুর ঢেলে! প্রভাতি ভোজনে, ঘন রাঁধা ডাল, চার চারখানা লুচি – দুটো লুচি খেয়ে, মেয়ের ভোজনে, নিভে যায় অভিরুচি! ঘোরে ভবঘুরে, ছিন্ন পোশাকে,…