তারপর একদিন.. / আগান্তুক / বাংলা কবিতা /
তারপর একদিন.. আগান্তুক তারপর..একদিন,,ধীরে ধীরে সব ভুলে যাবো! ভুলে যাবো,অপূরনীয় ইচ্ছেদের ডানাঝাপটা, ভুলে যাবো,তোমার দেওয়া আঘাতের সব ব্যাথা! যেভাবে ভুলে গেছো তুমি আমায়,, সেভাবেই ভুলে যাবো গোটা পৃথিবীটা! ভুলে যাবো সব,খুঁজে নিয়ে গভীর নীরবতা। সেদিন হাজার ডাকলেও, পিছু ফিরে দেখবোনা! থিতিয়ে পড়া পলি স্তরের মত দুঃখ গুলো জমিয়ে, ঠায় দাঁড়িয়ে থাকবো,দুঃখের পাহাড় হয়ে! সেদিন কোনোকিছুতেই…