একদিন হয়তো / মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
একদিন হয়তো মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) একদিন হয়তো আমিও পেতে পারি মুক মুখে কবিতার মতো ভাষা। একরাশি কাশের মতো মিঠি হাসি ফুলের পরশ কন্টক পূর্ণ মরুদ্যনে খুশি আহ্লাদে পূর্ণ ভরবে খাঁ খাঁ বুক হায় স্বপ্ন পাখি তোমার মায়ায়। গড়ে উঠুক প্রেম তপোবন আশ্রম অভাব অন টন সর্বদা হুহু করে মন কাঙাল হৃদয় আছে বড় অবহেলায়…