প্রেতিনী / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
প্রেতিনী ********* শ্যামাপ্রসাদ সরকার এ নদীর বুকেতে জল নেই। কবেই ধূ ধূ চরা পড়ে গেছে। আর সেই নিষ্প্রাণ ভূমিতলটি ভাসছে এক মায়াবী জ্যোৎস্নায়।সাদাটে বালির ওপর এই চাঁদের আলো নেশা ধরিয়ে দেয়। নদীর একপাশে শ্মশান আর রঙ্কিনী দেবীর মন্দির। মাধু পাগলী তারই একপাশে কাঠ কুটো গুঁজে ঝোপড়া বেঁধে থাকে। মাধু যে ঠিক কবে থেকে এখানে…