নিজের সাথে / নবু / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
*নিজের সাথে* নবু প্রতিদিন একবার নিজের সাথে কথা বলো, কথাটা যতই অচেনা হোক, তবুও কখনো কখনো, সব কিছু ছেড়ে, নিজের সঙ্গেই সবকিছু গল্প করা প্রয়োজন। এই শহরের কোলাহলে, এই পৃথিবীর অসীম ব্যস্ততায়, নিজের কথা, নিজের অনুভূতি, এটা আর কেউ বুঝবে না। কিন্তু নিজের সঙ্গে কথা বললে— থামানো যায় এক ফোঁটা চোখের জল, থামানো যায় যন্ত্রণার…