সমুদ্রের সেই দিনগুলি (অষ্টাদশ পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (অষ্টাদশ পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার বাহরিন থেকে IMO তে ১৩ই আগস্ট ২০১৬ বাড়িতে সবার সাথে কথা বলে। তখন সকল বন্ধু-বান্ধবদের সাথেও যোগাযোগ করতে থাকে।এছাড়াও এই সময়ে প্রতিদিন মেইল করে বিভিন্ন খবরা-খবর আদান প্রদান করতাম।বাড়িঘর আত্মীয়-স্বজন ছেড়ে মাঝ সমুদ্রে যখন নিঃসঙ্গ লাগতো তখন এই আলাপ চারিতায় পেত পরম তৃপ্তি!বোনের বিয়ের পর কর্মক্ষেত্রে আবার…