নির্বাক ছবি / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
নির্বাক ছবি বাসুদেব চন্দ পুরুষগুলো উদয়াস্ত খেটেখুটে ঘরে ফেরেন খানিক বিশ্রাম নিতে, বলা ভালো, পরেরদিনের জন্য রসদ জোগাতে। শুধু পুরুষই বা বলি কেন- বাজারদর সামালাতে আজকাল মহিলারাও নেমে পড়েছেন কাঁধে কাঁধ মেলাতে! এব্যাপারে হাউজ-ওয়াইফদের ভূমিকাও কিছু কম নয়, সংসারের খরচ বাঁচিয়ে দুপয়সা সাশ্রয় করাকেও একপ্রকার আয়ই বলে। আজকের গল্পের ‘শেফালি’ তেমনই একটি চরিত্র যে ঘর-গেরস্ত-সর্বস্ব…