স্বপ্নের ফেরিওয়ালা / নবু / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
স্বপ্নের ফেরিওয়ালা নবু আমি স্বপ্নের ফেরিওয়ালা, ঘুরে বেড়াই দেশ-বিদেশ। ফুটপাতের পরে, যেখানে ঘর বেঁধেছে অন্ধকার, সেখানেও ছড়াই স্বপ্নের আলোকার। ঝুপড়ির ছাউনিতে, ভেঙে পড়া দেয়ালে, আমার স্বপ্নের ডাক শোনে সবাই। শিশুদের চোখে জ্বলে আশার আলো, যখন বেচি তাদের রঙিন স্বপ্নের পসরা। একদিন এমন এক ছেলের সাথে দেখা, ফুটপাতের ধুলোয় মাখামাখি তার দেহ। ক্ষুধার্ত চোখে তাকিয়ে আমার…