পাখী / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
পাখী স্বপ্না নাথ নিদ্রা ভাঙ্গায় ভোরের পাখি, সাতসকালে প্রথম ডাকি, ওঠো ওঠো ওই যে দেখো, রক্ত রবির রঙিন আঁখি। অম্বরে তার মেলি ডানা, তীরের ফলার আলপনা, কে শেখালো অমন চলা, বিশ্বরূপের ছন্দ বোনা! নদ নদীতে খালে,বিলে, দলে দলে জলকে চলে, অনন্তর এই প্রভাত উড়ান, অশন যে তার মৎস্য কুলে। নেইকো সময় নষ্ট করার, অলস ঘুমের…