রাখাল ছেলে / স্বপ্না নাথ / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
রাখাল ছেলে স্বপ্না নাথ রাখাল ছেলে ধেনু চরায় মাঠে, রাখাল ছেলে বৃত্ত আঁকে শূন্য আকাশ পটে। কোনটা সবুজ, কোনটা নীল, কোনটা লালে ভরা, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা আলোয় ভরা। কোনটা নেভে, কোনটা জ্বলে, কোনটা যেন জোনাক হাসে, কোনটা কাছে কোনটা দূরে, কোনটা থাকে পরবাসে। রাখাল ছেলে ধেনু চরায় মাঠে, তার বাঁশির সুরে দুধের…