বুঝবে ঠেলা আসার জ্বালা / অশোক কুমার দাস / বাংলা কবিতা /
বুঝবে ঠেলা আসার জ্বালা অশোক কুমার দাস রাজ্যবাসীর সবাই এখানে, আসতে তোমায় করছে কিন্তু মানা। প্রস্তুত দিকে দিকে – প্রতিরোধ ষোল আনা, পথে ঘাটে বাঁকে বাঁকে মেলোনা তোমার ডানা। তবু যদি আসো বুঝতেই তো পারছো চোখ করে দেবে কানা, শুনতে কি পেলে দানা?। না যদি কথা শুনে পা ফেলো গুনে গুনে- মুড়ো পিছে হাতে নিয়ে,…