ভূতনির কথা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা রম্যরচনা /
ভূতনির কথা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় নমস্কার। আমি আজ বাধ্য হলাম আপনাদের কাছে আসতে। কারণ আমি যখন মানুষ ছিলাম তখন বারবার শুনেছি মানে শোনানো হয়েছিল জনতার আদালত শ্রেষ্ঠ আদালত। আর এই জনতার ভোটে শাসক মনোনীত হন। এ পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি যেটা ভূত হয়ে বেশি করে চোখে পড়ছে। আমার আগের জন্মে আমি…