পরপার / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
পরপার স্বপ্না নাথ এখনো আছি, হয়তো থাকবো না কাল, কোন বসন্ত এসে ডাকবে না কোকিলের স্বরে, সময়ের মধুরতা, সকাল, বিকাল,রাতে, এ তনু করবে না অন্তরে ধারণ। এ জীবন্ত কবর খানায়, ছিল কালের ভাঙ্গা গড়া স্বর্গ, গড়েছি কত পল,অনুপল, মানব শিশুর অমল হাসির খেলাঘর। দয়িতের আলিঙ্গনে, অমরাবতীর পারিজাত, মেখেছি সেই সুবাস অঙ্গে অনঙ্গে। মিশর্গের শ্যামলতায়…