বাড়ি ফেরা / অসিত ঘোষ / বাংলা কবিতা /
“বাড়ি ফেরা” অসিত ঘোষ আমার আপন কর্মে অনেক সফলতা কারোও বাহবা ,অভিনন্দন কুডাইনা আমি শান্তি ,সুখের পিছনে ছুটি না। এগুলি গায়ের ঘামের সঙ্গে ঝরে পড়ে শরীরে বোটকা গন্ধ আমার সৌরভ ঘুমিয়ে পডা আমার সুখনিদ্রা সারাদিন কষ্ট করা আমার শান্তি। যেদিন বাড়ি ফেরা হবেনা আর ধাবমান নদী সমুদ্রে মিশে যাবে। সেদিন কর্মযজ্ঞ চুরি হয়ে যাবে সেদিন…