সেকালের পিঠে / অসিত ঘোষ / বাংলা কবিতা /
সেকালের পিঠে অসিত ঘোষ শীত পড়েছে ঠান্ডা হাওয়ায় নতুন ধানের চালের গুড়ায়, পিঠে করার কাজ পেয়েছে মা ঠাকুমা বড়মা বসেছে। কাঠ জ্বালিয়ে উনুনের ধারে কেউ চাল গুড়ি মারে, কেউবা গুড় জ্বাল দেয় পুর ভরে পিঠে পাকায়। রকমারি পিঠে বানায় পাটি পেটের ভিতর ক্ষীর খাঁটি, নারিকেল কিংবা তিল ভরে ভাঁপা য়ে তুলে রাখে ঘরে। চিটে গুড়…