ছাগল / মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
ছাগল মদনচন্দ্র করণ ছাগল পাল পাহাড় চূড়ায় ছাগল ঘাসের চর কসাই মানুষ বাঘ ভালুকে থোড়াই তার কেয়ার! ছুটছে সে যে বনের মাঝে টেক্কা দিতে হরিণ বাঘে খাবে শিয়াল খাবে সৃষ্টির কাছে মহা ঋণ! রাম ছাগল খাসি ছাগল ধাড়ি বকরি ছাগল পেলে পৃথিবী জুড়ে বোকা বানায় একটু সুযোগ সন্ধান পেলে হঠাৎ করে নিজেকেও যেন পাগল ছাগল…