যোগেশ মাস্টার / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প / বাংলা বর্ষবরণ সংখ্যা /
যোগেশ মাস্টার বাসুদেব চন্দ ছিপছিপে চেহারা, পরনের ধুতি-পাঞ্জাবিটা ছেঁড়া-ফাটা হলেও ধবধবে পরিষ্কার। সাদা মোটা গোঁফ, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে ডাণ্ডাওয়ালা ছাতা। সবই চেহারার মতো লম্বা, নস্যির ডিবেটা ছাড়া। যোগেশ’মাস্টার একজন স্বাধীনতা সংগ্রামী। তাই বলে কোনও সরকারি দয়াদাক্ষিণ্যের ধার ধারেননি। তিনি সোজা-সাপটা জীবনযাপনে বিশ্বাসী। স্কুলে ছাত্র পড়িয়েই তাঁর একমাত্র ছেলেকে ডাক্তারি পাশ করিয়েছেন যা-তে করে গরিব…