১৯৪৭ সালের দেশভাগ / স্বপ্না নাথ / বাংলা কবিতা /
১৯৪৭ সালের দেশভাগ স্বপ্না নাথ এক তুলিকার টানে অঙ্কিত সীমারেখা, হলো দেশভাগ, চির বিপর্যয় আঁকা। দুঃস্বপ্নসম, শরণার্থীর থাকা, পরভূমে, প্রাণ নিয়ে শুধু বেঁচে থাকা। কে ভেবেছে স্বাধীনতার এই খেসারত! ত্যাগি নিজের জন্মভূমি জীবন অবপাত। এক কোটি মানুষের ভূমির অভিঘাত, বিশ্বখ্যাত ইতিহাসের করুণ উৎখাত! ছায়া ময়, মায়াময়, শ্যামলেতে মোহ ময়, প্রকৃতির নরকূল ছিল মনে নিরাময়। কখনো…