ইচ্ছে পূরণ / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
ইচ্ছে পূরণ সলিল চক্রবর্ত্তী ” জীবনে আমি একবার অন্তত এ্যারোপ্লেন চাপবই চাপবো, এটা আমার প্রতিজ্ঞা “ আনারুল শেখ প্রায়শই বন্ধু মহলে কথাটা বলে থাকে। বাবা মোক্তার শেখ, ছেলের খামখেয়ালিপনায় বকা-ঝকা করতে গেলে উচ্চস্বরে বলেন,” বাপ রাজ মিস্ত্রি, ছেলে হবে পেলেনের ড্রাইভার।” আনারুলের বয়স সতেরো আঠারো হবে, পড়াশোনা কাঁধ থেকে নেমে এখন এ্যারোপ্লেনের ভুত মাথায় চেপে…