রিম ঝিম / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
রিম ঝিম রণজিৎ মন্ডল রিম ঝিম বৃষ্টি চলছে দিন রাত নেই আর মানুষের ব্যস্ততা, ঘরে বসে একাকি অসুস্থ শরীরে, দেখি শুধু প্রকৃতির শূন্যতা ! মানুষের কোলাহল, রাস্তায় নেই ঢল, সবুজেরও দেখি আজ নীরবতা, কোথায় হারিয়েছে সব গাড়ি, টোটো, অটো আজ, অফিস কাছারিতেও নেই ব্যস্ততা ! কোথাও ভেসেছে নদী দুকূল ছাপিয়ে, কোথাও শুকায় নদী জলাভাবে হাঁপিয়ে,…