সমুদ্রের সেই দিনগুলি (সপ্তদশ পর্ব) / শিবপ্রসাদ হালদার / বাংলা স্মৃতিমূলক নিবন্ধ /
সমুদ্রের সেই দিনগুলি (সপ্তদশ পর্ব) ✍️ শিবপ্রসাদ হালদার ইন্টারভিউতে সিলেক্ট হবার পর সমস্ত ডকুমেন্টস অফিসে জমা নিয়ে ১৫ই নভেম্বর ২০১৪ প্রয়োজনীয় সব রকম মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয় এবং ১৭ ও ১৮ই নভেম্বর অন লাইনে বাধ্যতামূলক ট্রেনিং নেয়ার পর জয়েনিংয়ের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়। চলতে থাকে অপেক্ষা।দুদিন পরে অফিসে ফোন করে জানতে পারে,যে কোন…