সবাই আকুল হতেই সূর্য মুখী / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
সবাই আকুল হতেই সূর্য মুখী প্রেমাঙ্কুর মালাকার আজ ভোর থেকে, মেঘলা আকাশ, পুরোপুরি থমথমে – বর্ষা বীণা য়, মল্লার রাগ, সুর সাধে ঝমঝমে! বৃষ্টি থামলো, কনকনে শীতে, বুক কাঁপে ত্রাহিত্রাহি! উথাল-পাথাল, হিমেল বাতাস, মেরুর বার্তা বাহী! মেঘের আড়ালে, মধ্যগগনে, তবু উঠে এলে রবি- প্রশমিত করে, শীতের প্রকোপ, আপাতত মুলতবি! মেঘের চাদর, উড়িয়ে হঠাৎ, সূর্য দেবের…