হিমালয় / স্বপ্নানাথ / বাংলা কবিতা /
হিমালয় স্বপ্নানাথ ফিরিয়ে দাও অদ্রীজের নিভৃতি, কর্তন করোনা আর ফারের তনুমন, করজোড়ে ঐ দেখ ঝাউ,দেবতরু, লুণ্ঠন করোনা নগমালার ধন। তরু শিকড় বাঁধে উপল খন্ডরে, প্রেম ডোরে জড়ায়ে রাখে জীবন অচলেরে, তলে তলে ছুয়ে যায় তুষার রেখা, শীতল অম্বরে ওঠে শৈল থরে থরে। নিস্তব্ধ, ধ্যানমগ্ন, ধরণী ধর, যুগে যুগে মানবকুল সেই স্বর্গ’পর, মনের প্রশান্তি তরে যায়…