বলার কায়দা (ধ্রুপদী কৌতুক) / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
বলার কায়দা (ধ্রুপদী কৌতুক) প্রেমাঙ্কুর মালাকার বিদ্যাসাগর তখন ছিলেন, কলেজে প্রিন্সিপাল- অধ্যাপকরা আসতেন লেটে, গয়ং গচ্ছ চাল! অধিকাংশই তাঁর চেয়ে বড়, কেউ শিক্ষক তাঁর; বিদ্যাসাগর সরাসরি তাই, বলেন না কিছু আর! বলার কায়দা পেলেন একটা, দাঁড়াতেন সোজাসুজি- যখনি এলেন কেউ দেরী করে, “এখনি এলেন বুঝি?” লেটলতিফ যে অধ্যাপকরা, এতেই পেতেন লাজ; বলার কায়দা ফেরে শৃঙ্খলা,…