তৃষ্ণা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
তৃষ্ণা রণজিৎ মন্ডল অভাব নেই জলের তবু তৃষ্ণায় গলা শুকায়, গলা জলে ডুবিয়াও পাই না, পাই চোখের কিনারায়, অঝোরে ঝরিয়া যায় লোনা জল, বুক ফাটে যখন তৃষ্ণায়! রক্তের বীজ বপন করিয়া বুক বাঁধি মিথ্যা আশায়, পাবো নিশ্চয় সোনার ফসল ফলিলে শুকনো মরুভূমির অনুর্বর ধরায়! না! নষ্ট হয় কষ্টের নীড়, মন অধীর আরো কি আছে অপেক্ষায়!…