কালো রাত্রির আঁধারে / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
কালো রাত্রির আঁধারে মৌসুমী ঘোষাল চৌধুরী আমার কোনো যন্ত্রনা নেই। যন্ত্রনাকে বলি হুঁশ। অথচ যখন দাউদাউ করে জ্বলে উঠি উপাধ্যায় হীনা, ছল করি জল আনছি গাগরি। রমনীটির ঘরে চৌকিটার নিচে স্টোভের গনগনে আঁচে ভাত ফোটে। নুন আর গলাভাত খেয়ে তার আত্মজা ঘুমোতে চায়। খাতা খুলে যেই দেখে রমনী, সামান্য অঙ্কে বেসামাল তার কন্যা। অকারনে জোড়ে,…