অচেনা প্রেমিকা / মৃনাল কান্তি বাগচী/ বাংলা কবিতা /
অচেনা প্রেমিকা মৃনাল কান্তি বাগচী আমি যদি হই তোমার অচেনা প্রেমিক যদি তোমায় আমি ভালোবাসি আমার ডাকে সাড়া দেবে কি? যদি তুমি আমায় ভালোবেসে আর নাহি কাছে আসো তবুও তোমায় বলবোনা কাছে এসে তুুমি ভালোবাসো। দূর হতে না হয় আমি তোমায় ভালোবাসলাম এই জীবনে না হয় তোমায় আমি পেলাম। ধরে নিলাম তুমি একটি দূর দেশের…