স্বপ্ন সুন্দরী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
স্বপ্ন সুন্দরী রণজিৎ মন্ডল অনাবিল আনন্দ বুকে লইয়া স্মরণ করি তাঁরে, যাহা পাই না কখনো কাহারো দ্বারে, চপল আঁখিতে, হাতের রাখিতে স্মৃতির বীনাতে বাজিছে আজও সেই সুরে। যেন নাচাইছে সাঁপুড়ে কোন নাগিনী বাজাইয়া বাশি অনেক দূরে। দূর দূরান্তে, কোন্ দিগন্তে মেলিয়া নিজেকে স্বপ্নে পাখায় উড়ে, সারা নিশি জাগি, হতে চাই ভাগী নিতে চাই জীবন ভরে।…